শিরোনাম :
আওয়ামী লীগ যতদিন থাকবে পহেলা বৈশাখ উদযাপন করবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১২:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৭৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে পহেলা বৈশাখ উদযাপন করবে।
শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাহাদুর শাহ পার্কে আওয়ামী লীগ আয়োজিত বর্ষবরণ র্যালিপূর্ব অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বাঙালির অস্তিত্বের ঠিকানা এই পহেলা বৈশাখ। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন পহেলা বৈশাখ উদযাপন করবে।
তিনি বলেন, কোন পার্টি নববর্ষ পালন করলো কি করলো না সেদিকে আওয়ামী লীগের ভ্রুক্ষেপ নেই। বাঙালির অস্তিত্বের সাথে নববর্ষ সহ যে দিবসগুলো মিশে আছে, সেগুলো পালন করবে আওয়ামী লীগ।