ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৪০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোর রাতে সদর থানাধীন গোপচর বড় মসজিদ এলকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত ইয়াসমিন বন্দরের মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূ ইয়াসমিনকে তার স্বামী শাহাদাৎ হোসেন শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
ইয়াসমিনের বড় বোন জানান, গতকাল সকাল ৭টার সময় ফোনে জানতে পারেন তার বোনকে হত্যা করেছে বোনের স্বামী শাহাদাৎ হোসেন। স্থানীয়রা জানান, সংবাদ পেয়ে বোড় বোন নারায়ণগঞ্জ সদর থানাধীন গোপচর বড় মসজিদ এলাকায় বোনের বাসায় চলে যান। এ সময় তাকে বাড়িতে ডুকতে দেওয়া হচ্ছিল না। তিনি বাড়িতে ঢুকতে চাইলে শাহাদাৎ হোসেন ও তার আত্মীয় স্বজনরা তাকে বাধা দেয়। বোনের লাশ দেখতে চাইলে তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়।
পরে সে উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশ সঙ্গে নিয়ে লাশ দেখতে যায়। পরে তার বোনের স্বামীকে পুলিশ আটক করে।
নিহতর বড় বোন জানান, ইয়াসমিনের কাছে প্রায় সময় তার স্বামী মোটা অংকের টাকা দাবি করত এবং বাবার বাড়ি বিক্রি করে তাকে টাকা এনে দেবার জন্য মারধর করত। সে এর প্রতিবাদ করার কারণে ইয়াসমিনকে তার স্বামী গতকাল ভোর রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বন্দর মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তার পারিবারিক কবরাস্থানে দাফর করা হয়। শাহাদাৎ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

আপলোড সময় : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোর রাতে সদর থানাধীন গোপচর বড় মসজিদ এলকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত ইয়াসমিন বন্দরের মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূ ইয়াসমিনকে তার স্বামী শাহাদাৎ হোসেন শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
ইয়াসমিনের বড় বোন জানান, গতকাল সকাল ৭টার সময় ফোনে জানতে পারেন তার বোনকে হত্যা করেছে বোনের স্বামী শাহাদাৎ হোসেন। স্থানীয়রা জানান, সংবাদ পেয়ে বোড় বোন নারায়ণগঞ্জ সদর থানাধীন গোপচর বড় মসজিদ এলাকায় বোনের বাসায় চলে যান। এ সময় তাকে বাড়িতে ডুকতে দেওয়া হচ্ছিল না। তিনি বাড়িতে ঢুকতে চাইলে শাহাদাৎ হোসেন ও তার আত্মীয় স্বজনরা তাকে বাধা দেয়। বোনের লাশ দেখতে চাইলে তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়।
পরে সে উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশ সঙ্গে নিয়ে লাশ দেখতে যায়। পরে তার বোনের স্বামীকে পুলিশ আটক করে।
নিহতর বড় বোন জানান, ইয়াসমিনের কাছে প্রায় সময় তার স্বামী মোটা অংকের টাকা দাবি করত এবং বাবার বাড়ি বিক্রি করে তাকে টাকা এনে দেবার জন্য মারধর করত। সে এর প্রতিবাদ করার কারণে ইয়াসমিনকে তার স্বামী গতকাল ভোর রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বন্দর মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তার পারিবারিক কবরাস্থানে দাফর করা হয়। শাহাদাৎ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন