শিরোনাম :
সাফে অংশ নিতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৪৮৭ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কম্বোডিয়া থেকে প্রস্তুতি শেষে ভারতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কম্বোডিয়ায় নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে জয় পেয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
শনিবার (১৭ জুন) কম্বোডিয়া থেকে ব্যাংকক হয়ে আজ ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। এর আগে সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মি এবং কম্বোডিয়ার জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ও পেয়েছে তারা। ফলে আত্মবিশ্বাস নিয়েই সাফমিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
আগামী ১৯ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের মাটিতে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।