শিরোনাম :
আজ সৌদিতে চাঁদ দেখা যেতে পারে
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৯১৮ বার পড়া হয়েছে
আজ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। রবিবার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
চাঁদ দেখাবিষয়ক ওয়েবসাইট মুনসাইটিং ডটকম জানায়, আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা যাবে না। তাই চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে। কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।
আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদি আরবে আরাফাহর দিন এবং ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
আজ ১৪৪৪ হিজরি সনের ১১তম মাস জিলকদের ২৯তম দিন। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ বছর জিলকদ মাসটি হবে ২৯ দিনের। তাই জিলহজ মাস শুরু হবে সোমবার থেকে। সূত্র : খালিজ টাইমস।