ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ৩২২ বার পড়া হয়েছে

ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতক হারানোর পর মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক। রোববার (১৮ জুন) বিকেলে রাজধানীর নিপসমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আঁখির ঘটনা তিনি শনিবার জেনেছেন। এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দিয়েছেন তিনি। যদিও এর আগেই স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
জাহিদ মালেক বলেন, ওই হাসপাতালে স্বাস্থ্য অধিদফতর থেকে একটা টিমও পাঠানো হয়েছিল। কোথায় অপারেশন হয়েছিল, তাদের আইসিইউ ছিল না কি না- সেটাও তারা দেখেছে। তারা দেখেছেন আইসিইউ নাই তাদের। যে কারণে সমস্ত অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, অপারেশন করতে হলে প্রয়োজনীয় যা লাগে, যে প্রটোকল তা মেনে কাজ করতে হবে। এই মুহূর্তে হাসপাতালে অপারেশন বন্ধ থাকবে- এই নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি এখনও বহাল আছে।
ওই হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলেও নির্দেশনা এসেছে স্বাস্থ্য অধিদফতর থেকে।
চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বুধবার ধানমণ্ডি থানায় মামলাও করেছেন ইয়াকুব। সেই মামলায় ডা. সংযুক্তা সাহার দুই সহযোগী ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা গ্রেফতার করে ধানমণ্ডি থানা পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাপারটি আইনি কাঠামোর মধ্যে চলে গেছে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে- হচ্ছেও তাই। যারা ওখানে ওই কাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা জেলহাজতে আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপলোড সময় : ০৮:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতক হারানোর পর মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক। রোববার (১৮ জুন) বিকেলে রাজধানীর নিপসমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আঁখির ঘটনা তিনি শনিবার জেনেছেন। এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দিয়েছেন তিনি। যদিও এর আগেই স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
জাহিদ মালেক বলেন, ওই হাসপাতালে স্বাস্থ্য অধিদফতর থেকে একটা টিমও পাঠানো হয়েছিল। কোথায় অপারেশন হয়েছিল, তাদের আইসিইউ ছিল না কি না- সেটাও তারা দেখেছে। তারা দেখেছেন আইসিইউ নাই তাদের। যে কারণে সমস্ত অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, অপারেশন করতে হলে প্রয়োজনীয় যা লাগে, যে প্রটোকল তা মেনে কাজ করতে হবে। এই মুহূর্তে হাসপাতালে অপারেশন বন্ধ থাকবে- এই নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি এখনও বহাল আছে।
ওই হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলেও নির্দেশনা এসেছে স্বাস্থ্য অধিদফতর থেকে।
চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বুধবার ধানমণ্ডি থানায় মামলাও করেছেন ইয়াকুব। সেই মামলায় ডা. সংযুক্তা সাহার দুই সহযোগী ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা গ্রেফতার করে ধানমণ্ডি থানা পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাপারটি আইনি কাঠামোর মধ্যে চলে গেছে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে- হচ্ছেও তাই। যারা ওখানে ওই কাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা জেলহাজতে আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন