ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয়তাকে ভয় পেয়ে প্রার্থিতা বাতিলের অভিযোগ হিরো আলমের

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ৩৯২ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাতিল করা হয়েছে আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের মনোনয়ন। রোববার (১৮ জুন) সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে হিরো আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটার জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে হিরো আলমের এমনটাই জানা গেছে।

মনোনয়ন বাতিল হওয়ায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন দেয়া হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায়না।তারপর আমি নিজেই তাদের সহযোগিতা করেছি। আমরা একমাস ধরে ভোটারের নাম সংগ্রহ করে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা নাকি ভোটার পেলো না। আসলে তারা আমার ভোটার ভালো করে খোঁজেনি। আমি জানিনা নির্বাচন কমিশনার বলেন আর আমার প্রতিদ্বন্দী বলেন তারা আমাকে ভয় পায় কিনা। তারপরও প্রার্থীতা ফিরে পাই তবে ফিরে পেলেও কি হবে! আমি জয়ী হলেও তারা জয় ছিনিয়ে নিয়ে যায়।

ভোটার খুঁজে না পাওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গুলশান,নিকেতন ও বনানী এলাকার ভোটারের কাছে যায়নি। তারা গিয়েছে কড়াইল বস্তি এলাকায়। যেখানের মানুষ পুলিশ দেখলেই ভয় পায়। তারা সিভিল ড্রেসে গেলেও পারতো কিন্তু তারা তা না করে গিয়েছে পুলিশ নিয়ে। আসলে তারা আমার জনপ্রিয়তাকে ভয় পায়। তা নাহলে কেন বার বার আমার প্রার্থিতা বাতিল করা হয়? কেন আমাকে বার বার হ্যারেজমেন্ট করা হয়? ভোটে পাশ করলেও আমাকে কেন ক্ষমতায় বসানো হয় না?প্রতিবার নানান অজুহাতে কেন আমার প্রার্থিতা বাতিল করা হয়? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি হিরো আলম যদি কোর্টে যাই আমার প্রার্থিতা ফিরে পাবো। আমার কাছে সব প্রমাণ আছে। তবে আমি আদালতে যাব আমার প্রার্থিতা ফিরে পেতে।

উল্লেখ্য, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এই আসনেই প্রার্থী হতে মনোনয়ন জমা দিয়েছিলেন হিরো আলম। হিরো আলম দাবী করে বলছেন, এই আসনে সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয় লাভ করবেন। কিন্তু তার আগে তাকে প্রার্থীতা ফিরে পেতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনপ্রিয়তাকে ভয় পেয়ে প্রার্থিতা বাতিলের অভিযোগ হিরো আলমের

আপলোড সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাতিল করা হয়েছে আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের মনোনয়ন। রোববার (১৮ জুন) সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে হিরো আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটার জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে হিরো আলমের এমনটাই জানা গেছে।

মনোনয়ন বাতিল হওয়ায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন দেয়া হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায়না।তারপর আমি নিজেই তাদের সহযোগিতা করেছি। আমরা একমাস ধরে ভোটারের নাম সংগ্রহ করে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা নাকি ভোটার পেলো না। আসলে তারা আমার ভোটার ভালো করে খোঁজেনি। আমি জানিনা নির্বাচন কমিশনার বলেন আর আমার প্রতিদ্বন্দী বলেন তারা আমাকে ভয় পায় কিনা। তারপরও প্রার্থীতা ফিরে পাই তবে ফিরে পেলেও কি হবে! আমি জয়ী হলেও তারা জয় ছিনিয়ে নিয়ে যায়।

ভোটার খুঁজে না পাওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গুলশান,নিকেতন ও বনানী এলাকার ভোটারের কাছে যায়নি। তারা গিয়েছে কড়াইল বস্তি এলাকায়। যেখানের মানুষ পুলিশ দেখলেই ভয় পায়। তারা সিভিল ড্রেসে গেলেও পারতো কিন্তু তারা তা না করে গিয়েছে পুলিশ নিয়ে। আসলে তারা আমার জনপ্রিয়তাকে ভয় পায়। তা নাহলে কেন বার বার আমার প্রার্থিতা বাতিল করা হয়? কেন আমাকে বার বার হ্যারেজমেন্ট করা হয়? ভোটে পাশ করলেও আমাকে কেন ক্ষমতায় বসানো হয় না?প্রতিবার নানান অজুহাতে কেন আমার প্রার্থিতা বাতিল করা হয়? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি হিরো আলম যদি কোর্টে যাই আমার প্রার্থিতা ফিরে পাবো। আমার কাছে সব প্রমাণ আছে। তবে আমি আদালতে যাব আমার প্রার্থিতা ফিরে পেতে।

উল্লেখ্য, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এই আসনেই প্রার্থী হতে মনোনয়ন জমা দিয়েছিলেন হিরো আলম। হিরো আলম দাবী করে বলছেন, এই আসনে সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয় লাভ করবেন। কিন্তু তার আগে তাকে প্রার্থীতা ফিরে পেতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন