ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা দিবসে পরীমনির ‘খোঁচা মারা’ পোস্ট

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১১:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে

প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পালিত হয় সকল সন্তানের কাছে। কারণ এদিনটাকে ‘বিশ্ব বাবা দিবস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বব্যাপী। আজ ১৮ জুন বিশ্ব বাবা দিবস। দিনটিকে উদযাপনে সন্তানেরা করে থাকেন নানান আয়োজন। এইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে নানান স্মৃতি শেয়ার করেন সন্তানেরা। বাবা দিবসে তাই সামাজিক মাধ্যমে কিছু লিখতে বাদ গেলেন না ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি রীতিমতো একটি ‘খোঁচা মারা’ পোস্ট দিয়ে বসলেন ফেসবুকে।

রবিবার (১৮ জুন) ভোর বেলা পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।

তবে পরীমনির এই পোস্টে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, এটি নায়িকা তার সন্তানের বাবা শরিফুল রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন। কারণ কিছু দিন আগেই শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীদের ব্যক্তিগত ভিডিও প্রকাশ পায় । যা নিয়ে পরীমনি-রাজের সংসারের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তারপর থেকেই তারা আলাদা থাকছেন এমনটাই জানা যায়। তবে মাঝে মাঝে নিজের সন্তানকে দেখতে শরিফুল রাজ পরীমনির বাসায় যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাবা দিবসে পরীমনির ‘খোঁচা মারা’ পোস্ট

আপলোড সময় : ১১:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে পালিত হয় সকল সন্তানের কাছে। কারণ এদিনটাকে ‘বিশ্ব বাবা দিবস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বব্যাপী। আজ ১৮ জুন বিশ্ব বাবা দিবস। দিনটিকে উদযাপনে সন্তানেরা করে থাকেন নানান আয়োজন। এইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে নানান স্মৃতি শেয়ার করেন সন্তানেরা। বাবা দিবসে তাই সামাজিক মাধ্যমে কিছু লিখতে বাদ গেলেন না ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি রীতিমতো একটি ‘খোঁচা মারা’ পোস্ট দিয়ে বসলেন ফেসবুকে।

রবিবার (১৮ জুন) ভোর বেলা পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।

তবে পরীমনির এই পোস্টে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, এটি নায়িকা তার সন্তানের বাবা শরিফুল রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন। কারণ কিছু দিন আগেই শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীদের ব্যক্তিগত ভিডিও প্রকাশ পায় । যা নিয়ে পরীমনি-রাজের সংসারের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তারপর থেকেই তারা আলাদা থাকছেন এমনটাই জানা যায়। তবে মাঝে মাঝে নিজের সন্তানকে দেখতে শরিফুল রাজ পরীমনির বাসায় যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন