ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবীকে মারধরের অভিযোগ, অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ৮৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে এক আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আইনজীবীকে মারধরের অভিযোগে জেলা আইনজীবী সমিতি অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত করার জন্য দাবী জানায়।
সোমবার (১৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-এর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে এবং তাকে জনস্বার্থে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮-০৬- ২০২৩ তারিখ হতে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেয়া হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রেঞ্জ ডিআইজি অফিস, সিলেটে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে গত ১৫ জুন ময়মনসিংহ আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্তের দাবি করেছিলেন সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ওই সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট বাবুল বলেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ১৪ জুন দুপুর আড়াইটায় একটি অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল হকের কক্ষে গেলে তিনি শুনানি গ্রহণ করেন। একপর্যায়ে ওই আইনজীবীর উদ্দেশে অতিরিক্ত ডিআইজি ‘তুই ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিস কেন? বলে তাকে উপর্যুপরি চড়-থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে কনস্টেবলের মাধ্যমে রড এনে বেধড়ক মারধর করেন।
এছাড়া এ ঘটনায় আইনজীবী ভবনে জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদও জানান জেলা আইনজীবী সমিতি। এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বরখাস্ত দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইনজীবীকে মারধরের অভিযোগ, অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ১১:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

ময়মনসিংহে এক আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আইনজীবীকে মারধরের অভিযোগে জেলা আইনজীবী সমিতি অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত করার জন্য দাবী জানায়।
সোমবার (১৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-এর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে এবং তাকে জনস্বার্থে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮-০৬- ২০২৩ তারিখ হতে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেয়া হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রেঞ্জ ডিআইজি অফিস, সিলেটে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে গত ১৫ জুন ময়মনসিংহ আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্তের দাবি করেছিলেন সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ওই সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট বাবুল বলেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ১৪ জুন দুপুর আড়াইটায় একটি অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল হকের কক্ষে গেলে তিনি শুনানি গ্রহণ করেন। একপর্যায়ে ওই আইনজীবীর উদ্দেশে অতিরিক্ত ডিআইজি ‘তুই ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিস কেন? বলে তাকে উপর্যুপরি চড়-থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে কনস্টেবলের মাধ্যমে রড এনে বেধড়ক মারধর করেন।
এছাড়া এ ঘটনায় আইনজীবী ভবনে জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদও জানান জেলা আইনজীবী সমিতি। এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বরখাস্ত দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন