ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর থানার চান্দহর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর হত্যাচেষ্টা মামলার আসামি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার র‌্যাব- ৪ এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হযরতপুর বাজার এলাকা থেকে ইউপি সদস্যকে হত্যাচেষ্টার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিয়াউর রহমান জানান, আব্দুল গফুর চান্দহর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ২য় মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য। গ্রেপ্তার আসামি ইউপি সদস্যদের চাচাতো ভাই। নাছির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে বিভিন্নস্থানে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
ইউপি সদস্য আব্দুল গফুর মাদক ব্যবসার বিরোধিতা করে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং নাছিরের বিরুদ্ধে র‌্যাবের কাছে অভিযোগ দেন। এরপর র‌্যাব নাছিরের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে মাদকদ্রব্যসহ আটক করে। এতে নাছির ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল গফুর মেম্বারকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ভোরে গফুর নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাছির ও তার সহযোগীরা আব্দুল গফুরের ওপর হামলা চালান। তারা দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল গফুরের দুই পা, কোমর ও পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। এ ঘটনায় আব্দুল গফুরের বড় ভাই বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলা করেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে আরও ৯টি মামলা চলছে। বিচারাধীন মামলায় গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

মানিকগঞ্জের সিংগাইর থানার চান্দহর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর হত্যাচেষ্টা মামলার আসামি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার র‌্যাব- ৪ এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হযরতপুর বাজার এলাকা থেকে ইউপি সদস্যকে হত্যাচেষ্টার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিয়াউর রহমান জানান, আব্দুল গফুর চান্দহর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ২য় মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য। গ্রেপ্তার আসামি ইউপি সদস্যদের চাচাতো ভাই। নাছির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে বিভিন্নস্থানে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
ইউপি সদস্য আব্দুল গফুর মাদক ব্যবসার বিরোধিতা করে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং নাছিরের বিরুদ্ধে র‌্যাবের কাছে অভিযোগ দেন। এরপর র‌্যাব নাছিরের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে মাদকদ্রব্যসহ আটক করে। এতে নাছির ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল গফুর মেম্বারকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ভোরে গফুর নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাছির ও তার সহযোগীরা আব্দুল গফুরের ওপর হামলা চালান। তারা দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল গফুরের দুই পা, কোমর ও পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। এ ঘটনায় আব্দুল গফুরের বড় ভাই বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলা করেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে আরও ৯টি মামলা চলছে। বিচারাধীন মামলায় গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন