ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে কাজ করছে কাঁচপুর হাইওয়ে পুলিশ
- আপলোড সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৪৬১ বার পড়া হয়েছে
ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে শক্ত অবস্থানে রয়েছে গাজীপুর রিজিয়ন এর আওতাধীন নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে তারা। সেই সাথে অতিরিক্ত ১০০ ফোর্স মোতায়েন করা হয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে।
২৬ জুন রাত ২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্য পয়েন্টে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে কাঁচপুর হাইওয়ে পুলিশের বিভিন্য টিম।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ৯০ কিলোমিটার মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসন ও গরুবাহী গাড়িতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁচপুর হাইওয়ে পুলিশ যথেষ্ট নিরাপত্তা বলয় তৈরি করেছে বলে বিভিন্ন গরুবাহী চালক ও পাইকাররা জানিয়েছেন।
চিটাগাং রোড বাস কাউন্টারে রামগঞ্জ গামী যাত্রী রেজাউল করীম জানান অন্যান্য ঈদযাত্রার চেয়ে এবার স্বস্তিদায়ক হবে বলে মনে হচ্ছে। যদিও এ রুটে কিছুটা যানজট ও অতিরিক্ত যাত্রী চাপে ঢাকা থেকে বাস আসতে কিছুটা দেরি হচ্ছে।
একটি পরিবহনের চালক আব্দুর রহমান বলেন, এ রুটে দীর্ঘদিন গাড়ি চালাচ্ছি। আগে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তীব্র যানজট দেখা যেতো সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর এলাকায় এখন আগের মত যানজট আর নেই। তবে ঈদ উপলক্ষে বেশী যাত্রী ও যানবাহনের চাপে কিছুটা যানজট দেখতে পাচ্ছি।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া জানান, ঈদুল আজহায় একটু ভিন্নমাত্রা আছে, এ সময় পশুবাহী গাড়ির বেশি চলাচল করে। তাছারা মহাসড়ক সংলগ্ন ও অদূরে হাট রয়েছে। গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনায় ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সড়কে থাকছে হাইওয়ে পুলিশের টিম ।
তিনি আরও জানান, যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ৪০ জন পুলিশ মোতায়েন আছে। সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ও ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন আছে। মহাসড়কে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটলে এ রুটের ঘরমুখো মানুষ দের এবারও স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারবো।