শিরোনাম :
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ৩৯০ বার পড়া হয়েছে
৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এতে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) দেশটির জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ফলে যোগিয়াকার্তা শহর, সেন্ট্রাল জাভা এবং পূর্ব জাভা প্রদেশের কয়েকশ ঘরবাড়ি, কিছু অফিস, স্বাস্থ্যকেন্দ্র, উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের আতঙ্কে ৬৭ বয়সী এক মহিলা পালানোর সময় পড়ে গিয়ে মারা গেছেন। দুইজন আহত হয়েছে।
ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা না থাকলেও আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে দেশটির যোগকার্তায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। লাখেরও বেশি মানুষ আহত হয়।