আড়াইহাজারে ডিভোর্সী স্ত্রী ও তার নতুন স্বামীকে কুপিয়ে জখম থানায় অভিযোগ
- আপলোড সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিভোর্সের পর বিয়ে করে নতুন স্বামীকে নিয়ে বাড়ীতে আসায় তাদের দুজনকেই পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী মনির।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় শনিবার দিবাগত রাতে। এ ঘটনায় আহত আনার হোসেনের প্রথম স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পাল্লা গ্রামের খাইরুদ্দিনের ছেলে আনার হোসেন (৩৭) জানান, একই গ্রামের দীল মোহাম্মদের
ছেলে মনির হোসেনের স্ত্রী ৫ সন্তানের জননী রহিমা (৩৫) এর সঙ্গে প্রতিবেশি হিসেবে আমার চলা ফেরা।
ওই বিষয়কে কেন্দ্র করে আমি রহিমাকে ধর্ষণ করেছি
বলে অভিযোগ তুলে মনির আমাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। পরে রহিমা নিজে জিম্মা নিয়ে আমাকে জামিনে বের করে আনে এবং তার সাবেক স্বামী মনিরকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে।
এর পর থেকে আমি রহিমাকে নিয়ে ভাড়া বাসায়
থেকে সংসার করে আসছি । শনিবার রাতে আমি রহিমাকে নিয়ে বাড়ীতে আসার পথে মনির, তার ভাই আমির এবং ছেলে মঞ্জুরসহ আরো ২/৩ জন আমাদেরকে রাস্তা থেকে ধরে মনিরের বাড়ীতে নিয়ে যায়। সেখানে তারা আমাদেরকে প্রাণ নাশের হুমকী
দিয়ে দেহের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং ঘরের ভিতরে জিম্মি করে রাখে। পরে লোকজন সংবাদ পেয়ে রাস্তা থেকে টহল পুলিশ নিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।
কিন্তু আমার স্ত্রী রহিমাকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে আহত আনারের প্রথম স্ত্রী এবং রহিমার সতীন শিল্পী আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আড়াই থানার এ এস আই হাসিব জানান, বিষয়টি নিয়ে স্থানীয় মাতাব্বরগণ উভয় পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা করছেন।