ডেমরায় বিভিন্ন নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অপরাধে মামলা : গ্রেফতার ১
- আপলোড সময় : ১২:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৭৩১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় বিভিন্ন নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির অপরাধে জড়িত ৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মো. হাসিবুল হাসান (৩৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় সহযোগী নিরব (৪০), মোতালেব (৩৮) ও কাদের (৪২) পালিয়ে যায়। শুক্রবার দুপুরে হাসানকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ওই ৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ভবন নির্মাণ ব্যবসায়ী ভুক্তভোগী দেলোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত ১ বছর পূর্বে মোট ৭ জনের মালিকানায় মাতুয়াইল মুসলিম নগর এলাকায় সেইফ গার্ডেন নামে একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। অভিযুক্তরা তখন থেকেই অন্যান্য ভবনের পাশাপাশি ওই ভবনেও ভয়ভীতি দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ করে সাক্ষরের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা চাঁদাবাজি করে আসছিল।
ওসি আরও বলেন, একইভাবে গত ২৪ আগস্ট আবারও ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে দেলোয়ার হোসেন তা দিতে অস্বীকার করেন। এতে ওই ৪ জন ক্ষিপ্ত হয়ে ভবনের প্রহরী মোতালেব ও লেবার সর্দারকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় দেলোয়ার হোসেন ভয়ে তাদের ৫ হাজার টাকা দেয়। এ ঘটনায় গোপনে তিনি ৯৯৯ এ কল করে সাহায্য চাইলে পুলিশ হাসানকে গ্রেফতার করেন।