শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
মো: সাদ্দাম হোসেন মুন্না খান (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৮৬৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধিন দশ তলা ভবনের আট তলা থেকে পড়ে জুনায়েদ হাসান আলামিন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার(২৭ আগস্ট) বিকেল সোয়া ৩টায় আটি ভূমি পল্লি এলাকার ৮ নম্বর গলির ইসমাইল করিমের বাড়ীতে এঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হাসান বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার এস,এম ইদ্রিসের ছেলে। তারা ভূমি পল্লির সাইফুল মঞ্জিলের ৫ তলার ভাড়াটিয়া। নিহতের বাবা ইদ্রিস বলেন,‘আমার ছেলে গত ৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছে। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি।
বিকেলে পাশের গলির ওই ভবনে গিয়ে লাফিয়ে নিচে পড়ে মারা যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক নয়ন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।