কেরানীগঞ্জে ১৫টি চুরির মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ০১:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ৮০২ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে ১৫টি চুরির মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ দুপুর ১২টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। শাহাবুদ্দিন কবীর বলেন, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের মডেল থানার জিনজিরা গোলজার বাক এলাকায় জলিল উদ্দিন সরদার নামে এক ব্যাক্তির মোটর সাইকেল চুরি হয়। পরে তিনি মডেল থানায় চুরি মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহযোগীতায় তদন্ত কার্যক্রম শুরু করে। মামলাটি তদন্ত করতে গিয়ে তারা বুঝতে পারে এই মোটরসাইকেল চুরির পিছনে বড় একটি চোর চক্রের সিন্ডিকেট রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জেন রসুলপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রাজিবকে গ্রেফতার করে। আসামীকে ব্যাপক জিঞ্জাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের বাকি দুই সদস্য দিদার ও রাসেল কে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আসামী রাজিব বিভিন্ন জেলার চোর চক্রের কাছ থেকে মোটর সাইকেল চুরি করে রং আকার আকৃতি পরিবর্তন করে ফেসবুক এ বর্ডার ক্রস নামে চোরাইবাইকগুলো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেয়। মডেল থানার চড়াইলে মোটর সাইকেল মজুদ রাখার জন্য তার একটা গ্যারেজ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে সে এই গ্যারেজে রাখে। পরে ঐ গ্যারেজে অভিযান পরিচালনা করে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে।