ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নজরুল সম্মেলনে মঞ্চস্থ হবে নাটক ‘দামাল ছেলে নজরুল’

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৫৮৭ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১, ২ ও ৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। সম্মেলনের দ্বিতীয় দিন ঢাকার দল ‘জেনিসিস থিয়েটার’ পরিবেশন করবে জাতীয় কবির জীবন কর্মের উপর দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুল’।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকা কর্তৃক মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রতিষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২ সেপ্টেম্বর, শনিবার মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি কাজী ইজাবুল খালিদ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য জনাব মাহবুব আহমেদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক জনাব আরিফুর রহমান বাবু, অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাবেক সচিব আরন্ত খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম । অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সামসুল আলম।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা ও মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি জনাব মোঃ আজহারুল ইসলাম বলেন জাতীয় কবিকে নিয়ে জাতীয় পর্যায়ের নজরুল গবেষকদের আলোচনা পর্ব, তথ্যচিত্র প্রদর্শনী, বাংলাদেশের বরেণ্য শিল্পীদের নিয়ে নাটক, আবৃত্তি ছাড়াও বেতার-টেলিভিশন ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এই সম্মেলনে। ঢাকার দল “জেনেসিস থিয়েটার” জাতীয় কবিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে বছরের পর বছর। তাই আমরা এবার জাতীয় কবির ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে নজরুল সম্মেলনে “দামাল ছেলে নজরুল” নাটকটির ২৮ তম মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছি ।

নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও আলেয়া বেগম আলো, রূপসজ্জায় সুবল আলতাফ এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।

‘দামাল ছেলে নজরুল’ নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান এবং কমরেড মোজাফফর চরিত্রে নিথর মাহবুব ছাড়াও অভিনয় করেছেন নির্দেশক নূর হোসেন রানা, আলেয়া বেগম আলো, মাহবুব জামান, মনজুর হোসাইন, মঈন বিশ্বাস, ইকবাল খান, মোক্তার হোসাইন, সানজিদা জাহান, জীবন, প্রদীপ কুমার ঘোষ, পিংকি, আমির, আরকিয়া, আঃ কাদের প্রমুখ ।

নাটকটিতে দেখা যাবে নজরুল ছেলে বেলায় বাবাকে হারিয়ে নিদারুণ কষ্টের মাঝে ছোটবোন কুলসুম আর মাকে নিয়ে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করে বড় হয় নজরুল। মসজিদের ইমামতি করে সংসার চালাতে কস্ট হয় বলে, লেটোদলে কাজ নেয় নজরুল। সেখানেও ঠিকমতো পয়সা না পেয়ে রুটির দোকানে কাজ শুরু করেন। এভাবেই বাউন্ডলের মত জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেবের বাড়ি ময়মনসিংহে লজিং থেকে আবারো পড়াশুনা শুরু করেন নজরুল। সেখানে তিনি লজিং বাড়ির মেয়ে সিতারার সাথে পরিচিত হন। একসময় সেখান থেকে আবার চলে আসে চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রাণীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে। এই স্কুলে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করে নজরুল। চলে যায় যুদ্ধে, যুদ্ধের পাশাপাশি তাঁবুতে রাতের আঁধারে মাওলানা হাফিজের কাছে সাহিত্য চর্চা অব্যাহত রাখেন, অতঃপর সেখানে হাবিলদার নজরুল বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর আবার কলকাতা এসে অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামক ‘অস্ত্র’ হাতে নেন । সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ইংরেজদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ পেলে নতুন করে সারাদেশে ঝড় তোলে। সে সময় নজরুল ইচ্ছা পোষন করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার। এসব নিয়ে নাটকটির কাহিনী রচনা হলেও, এর মাঝেই রয়েছে- লেটোদলের গান, নাচ, আবৃত্তি, পুঁথি পাঠ, পালা, হাফিজের দিওয়ানসহ নজরুলের প্রতি সিতারা, রমাবৌদি, ঠাকুমা, অরুনাদি ও পিনাকিদের ভালবাসার গল্প।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নজরুল সম্মেলনে মঞ্চস্থ হবে নাটক ‘দামাল ছেলে নজরুল’

আপলোড সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১, ২ ও ৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। সম্মেলনের দ্বিতীয় দিন ঢাকার দল ‘জেনিসিস থিয়েটার’ পরিবেশন করবে জাতীয় কবির জীবন কর্মের উপর দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুল’।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকা কর্তৃক মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রতিষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২ সেপ্টেম্বর, শনিবার মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি কাজী ইজাবুল খালিদ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য জনাব মাহবুব আহমেদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক জনাব আরিফুর রহমান বাবু, অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাবেক সচিব আরন্ত খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম । অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সামসুল আলম।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা ও মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি জনাব মোঃ আজহারুল ইসলাম বলেন জাতীয় কবিকে নিয়ে জাতীয় পর্যায়ের নজরুল গবেষকদের আলোচনা পর্ব, তথ্যচিত্র প্রদর্শনী, বাংলাদেশের বরেণ্য শিল্পীদের নিয়ে নাটক, আবৃত্তি ছাড়াও বেতার-টেলিভিশন ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এই সম্মেলনে। ঢাকার দল “জেনেসিস থিয়েটার” জাতীয় কবিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে বছরের পর বছর। তাই আমরা এবার জাতীয় কবির ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে নজরুল সম্মেলনে “দামাল ছেলে নজরুল” নাটকটির ২৮ তম মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছি ।

নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও আলেয়া বেগম আলো, রূপসজ্জায় সুবল আলতাফ এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।

‘দামাল ছেলে নজরুল’ নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান এবং কমরেড মোজাফফর চরিত্রে নিথর মাহবুব ছাড়াও অভিনয় করেছেন নির্দেশক নূর হোসেন রানা, আলেয়া বেগম আলো, মাহবুব জামান, মনজুর হোসাইন, মঈন বিশ্বাস, ইকবাল খান, মোক্তার হোসাইন, সানজিদা জাহান, জীবন, প্রদীপ কুমার ঘোষ, পিংকি, আমির, আরকিয়া, আঃ কাদের প্রমুখ ।

নাটকটিতে দেখা যাবে নজরুল ছেলে বেলায় বাবাকে হারিয়ে নিদারুণ কষ্টের মাঝে ছোটবোন কুলসুম আর মাকে নিয়ে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করে বড় হয় নজরুল। মসজিদের ইমামতি করে সংসার চালাতে কস্ট হয় বলে, লেটোদলে কাজ নেয় নজরুল। সেখানেও ঠিকমতো পয়সা না পেয়ে রুটির দোকানে কাজ শুরু করেন। এভাবেই বাউন্ডলের মত জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেবের বাড়ি ময়মনসিংহে লজিং থেকে আবারো পড়াশুনা শুরু করেন নজরুল। সেখানে তিনি লজিং বাড়ির মেয়ে সিতারার সাথে পরিচিত হন। একসময় সেখান থেকে আবার চলে আসে চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রাণীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে। এই স্কুলে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করে নজরুল। চলে যায় যুদ্ধে, যুদ্ধের পাশাপাশি তাঁবুতে রাতের আঁধারে মাওলানা হাফিজের কাছে সাহিত্য চর্চা অব্যাহত রাখেন, অতঃপর সেখানে হাবিলদার নজরুল বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর আবার কলকাতা এসে অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামক ‘অস্ত্র’ হাতে নেন । সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ইংরেজদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ পেলে নতুন করে সারাদেশে ঝড় তোলে। সে সময় নজরুল ইচ্ছা পোষন করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার। এসব নিয়ে নাটকটির কাহিনী রচনা হলেও, এর মাঝেই রয়েছে- লেটোদলের গান, নাচ, আবৃত্তি, পুঁথি পাঠ, পালা, হাফিজের দিওয়ানসহ নজরুলের প্রতি সিতারা, রমাবৌদি, ঠাকুমা, অরুনাদি ও পিনাকিদের ভালবাসার গল্প।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন