ডেঙ্গু মশা নিধনে ব্যর্থ হওয়ার কারনে দেশে মহামারী রুপ নিয়েছে-পারভীন আক্তার
- আপলোড সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৮৪ বার পড়া হয়েছে
শনিবার বিকালে আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা দলের ঋদ্যেগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বি.এন.পির সাবেক সদস্য মোঃ আলী আজগর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু , উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম ও সাধারন সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার পৌরসভা জাসাস সভাপতি খোরশেদ আলম, আড়াইহাজার থানা জাসাস এর সহ-সভাপতি নুরুল হক নুরু, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, বি.এন.পি প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)। স্বৈরাচার শেখ হাসিনা সরকার গনতন্ত্র হত্যা সহ অনিয়ম, দূর্নীতি গুম, খুন, লুটপাট, দলীয় করনের মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রণ করে বি.এন.পির নেতা কর্মীদের অত্যাচার চালিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে হাসিনা সরকার। ডেঙ্গু মশা নিধনে ব্যর্থ হওয়ার কারনে দেশে মহামারী রুপ নিয়েছে। উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আমজনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকার বিদায় নিতে হবে। বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে হাসিনা সরকার কে পদত্যাগে বাধ্য করতে আমরা প্রস্তুত আছি। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।