বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাক লাগানো শোডাউন
- আপলোড সময় : ০৮:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত পহেলা সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রাকে সফল করার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই,মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।
গত শুক্রবার (১ লা সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি সফল করার লক্ষ্যে সকালে থেকেই নারায়ণগঞ্জ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে। পরে দুপুর দুইটার দিকে জেলা যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের মূল শোভাযাত্রায় যোগদান করেন।