আওয়ামীলীগের সূধী সমাবেশে সাবেক এমপি কায়সারের বিশাল শোডাউনের ঝলক
- আপলোড সময় : ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সূধী সমাবেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক , সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার সূধী সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
উক্ত সূধী সমাবেশকে সফল করার লক্ষে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে, সোনারগাঁ উপজেলা আ’লীগের আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া এবং সোনারগাঁ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সূধী সমাবেশে যোগদান করেন।
গতকাল শনিবার (২ রা ) সেপ্টেম্বর ঢাকা উড়ালসড়কের একাংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব বলেন, সুধী সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিবে আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে রাজপথই হবে আমাদের ঠিকানা। বিএনপি জামায়েতকে আর ছাড় দেওয়া হবে না রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য মারুফুল ইসলাম ঝলক, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, জামপুর ইউপি চেয়ারম্যান, হুমায়ুন কবির ভূইয়া,ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফা আহমেদ, আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম,গাজী মজিবর, মোস্তফা কামাল নিলু, জাকির হোসেন, কামাল হোসেন, এডভোকেট ফজলে রাব্বি,পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন,তপন আহমেদ,ইউপি সদস্য,হালিম মেম্বার, শিপন সরকার, যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় প্রধান, উপজেলা ছত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।