আড়াইহাজারে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ এক মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাতে উপজেলার দাইরাদী
গ্রামের ডালিম মোল্লার বাড়ী থেকে মাদক দ্রব্য বেচা কেনা করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, নুপুর (৪০) ও কাশেম (৪৫)। তাদের কাছ থেকে ২ শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ওই সময় গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডালিম মোল্লার বাড়ীতে হানা দেয়। তারা গৃহকর্তা ডালিম মোল্লার স্ত্রী নুপুরের কাছে থাকা দেড়শ পিস এবং সদাসদী গ্রামের মৃত: তাহের আলীর ছেলে কাশেমের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা
দিয়ে সোমবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।