কবি নজরুল সরকারি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতার প্রকাশ্যে গাঁজা সেবন
- আপলোড সময় : ১০:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১২৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুমের প্রকাশ্যে গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। নিজেদের প্রোফাইলে ছবিটি পোস্ট করে অনেকেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
জানা যায়, কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসে নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন ছাত্রলীগের এই নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল আলম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কবি নজরুল কলেজ ছাত্রলীগের এক কর্মী জানান, মাসুম প্রায়ই প্রকাশ্যে গাঁজা সেবন করেন।ছাত্রলীগের পদধারী হওয়ায় তাকে কেউ কিছু বলার সাহস পায় না। মাসুম ছাড়াও হলের জুনিয়র, সিনিয়র সহ অনেকেই প্রায়ই মাদক সেবন করে। জুয়ার আসরও বসে মাঝে মাঝে।এই ছাত্রাবাস আসলে নাম মাত্র কবি নজরুল কলেজের। কলেজ প্রসাশন কখনোই এর দেখভাল করেন না। ফলে অনেক বহিরাগতরা এসেও এখানে মাদক সেবন করে।
প্রকাশ্যে গাঁজা সেবনের বিষয়ে জানতে চাইলে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম বলেন, ভাই ব্রাদার হিসাবে বিষয়টা একটু হোল্ড রাখেন। এর বিনিময়ে আপনার যা লাগবে আপনি আমার সাথে সরাসরি একটু কথা বলেন, প্লিজ। আপনার কাছে ভাই হিসেবে অনুরোধ করছি আমার জীবনটা সারাজীবনের জন্য নষ্ট কইরেন না, প্লিজ।
এবিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসইন বলেন,ছবিটি আমি দেখেছি। তবে ছবিটি আসলেই মাসুমের কিনা তা আমরা শিওর না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে কেন্দ্রে জানাবো। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এব্যাপারে ব্যবস্থা নিবে।
কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ছবির বিষয়ে আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার না। ছবির ছেলেটি যে মাসুম তা ক্লিয়ার হয়ে আমরা কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট লিখিত অভিযোগ জানাবো। আমরা তো সরাসরি তাকে বহিষ্কার করতে পারবো না, আমরা কেন্দ্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাবো। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
এবিষয়ে মুঠোফোনে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে।তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।