শিরোনাম :
আড়াইহাজারে অটোরিকসায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইবরাহিম (২২) নামে এক অটোরিকসা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায়। নিহত ইবরাহিম ওই এলাকার মনির হোসেনের ছেলে।
এলাকাবাসি ও হাসপাতাল সুত্র জানায়, ইবরাহিম একজন অটো চালক। সে তার বাড়ীর কাছের একটি গ্যারেজে অটো চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে অন্যত্র রেফার করেন। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, বিষয়টি এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।