সোনারগাঁয়ে জেলা পরিষদ কর্তৃক ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণের উদ্বোধন
- আপলোড সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে
সোনারগাঁ উপজেলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সাধারণ মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে আত্মকর্মসংস্থানের জন্য ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ৮’ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতের সভাপত্বি অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান।
উপস্থিত প্রশিক্ষণ প্রার্থীদের দক্ষতার সাথে কাজ শেখার পর বিভিন্ন প্রকার সেলাই মেশিন বিতরণের আশ্বাস দেন প্রধান অতিথি বাবু চন্দন শীল। তিনি আরো বলেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকাবালের সহযোগিতায় এখন থেকে সর্বদা জেলা পরিষদ কর্তৃক সোনারগাঁয়ের সাধারণ জনগণকে আত্মকর্মসংস্থানের তৈরীতে সরকারি ভাবে নানান প্রশিক্ষণ ও কর্মসূচীর উদ্যোগ অব্যাহত থাকবে। তাছাড়া বক্তব্যে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগের একাধিক প্রার্থীতা নিয়েও সমালোচনা করেন।
জাতীয় মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাথী, পিরোজপুর ইউপির মহিলা সদস্য পলি আক্তার, বৈদ্যোরবাজার ইউপির মহিলা সদস্য নারগিস আক্তার,সোনারগাঁ উপজলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না, হনুফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি, শফিকুল ইসলাম ইমাম, সাংবাদিক শাহারুখ আহমেদ প্রমুখ।