আড়াইহাজারে নাতবৌকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার
- আপলোড সময় : ০৯:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাতবৌ (২২) কে বলপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দাদা হযরত আলী ওরফে হরজু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হযরত আলী ওই গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই রিপন জানান, বুধবার সকাল ৮টায় প্রতিবেশি নাতবৌ (২২) দাদাশ্বশুর হযরত আলীর বাড়ীতে লাকড়ি শুকাতে দিতে যায়। ওই সময় দাদা হযরত আলী তাকে তরকারী কেটে দেয়ার জন্য ডেকে পাকা ভবনের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে খাটে ফেলে বলপূর্বক ধর্ষনের চেষ্টা করে। পরে
পরিস্থিতির শিকার গৃহবধূ ডাক চিৎকার করে লোকজন জড়ো করে কৌশলে দরজা খুলে বের হয়ে যায়। শুক্রবার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় এ ব্যাপারে একটি মামলা দয়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই রাতেই হযরত আলীকে গ্রেফতার করেন।