কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ৩৬ ভরি স্বর্ণ ডাকাতি, গ্রেফতার ০৯
- আপলোড সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১০০৬ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ৩৬ ভরি স্বর্ণ ডাকাতি মামলা নয় জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সার্জেন্ট বাদল, শহিদুল শেখ,অলিউর রহমান, সাইদ মনির, সবুজ খান, ইব্রাহিম, লাবু শরীফ বাবুল, রুবেল, মোশারফ হোসেন। আজ দুপুর ১২টায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এক সাংবাদিক সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন । আসাদুজ্জামান জানান, গত ০৪সেপ্টেম্বর রাতে কেরাণীগঞ্জ মডেল থানার জৈনপুর বাজারে সুনীল মন্ডল জুয়েলার্সের মালিক দোকান বন্ধ করে ৩৬ ভরি স্বর্ণ ব্যাগ নিয়ে ১০০ মিটার উত্তরে তার বসতবাড়ীর গেইটের সামনে পৌঁছালে কলাতিয়াগামী রাস্তা হতে সিলভার রংয়ের একটি মাইক্রোবাস হেডলাইট বন্ধ করে তার দিকে আসতে থাকে। তার কাছাকাছি আসলে মাইক্রোবাসের হেডলাইট জ্বলে ওঠে। মাইক্রোবাস হতে অজ্ঞাতনামা ০২ জন ডাকাত দ্রুতগতিতে নেমে দ্রুত তাকে গাড়িতে উঠতে বলে। সুনীল মন্ডল ডাক-চিৎকার করলে ডাকাতরা তাকে কিল-ঘুষি, লাথি মেরে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় এবং তাকে গুরুতরভাবে আঘাতের ভয় দেখিয়ে মাইক্রোবাসে উঠানোর জন্য টানা-হেচড়া করতে থাকে। তার ডাক-চিৎকারে স্ত্রী ও শালী সুবর্ণা সরকারসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা তাকে ছেড়ে দেয় এবং মাইক্রোবাসটি নিয়ে দ্রুতগতিতে রামেরকান্দার দিকে চলে যায়। এঘটনায় সুনীল মন্ডল কেরানীগঞ্জ মডেল থানা একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে কেরাণীগঞ্জ মডেল থানার একটি চৌকস তদন্তদল ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ এই ডাকাতচক্রকে খিলগাও, কোতয়ালীসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ধা অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ০৯ সদস্যকে গ্রেফতার করা হয়।