ডেমরায় ৭০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত মোঃ ফয়সাল মিয়া

- আপলোড সময় : ১২:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩২৬ বার পড়া হয়েছে
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ডেমরা থানা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ৭০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ ফয়সাল মিয়াকে।
১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ও সাধারণ সম্পাদক আসিফ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৭০ নং ওয়ার্ড ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে নিষ্কিয় থাকায় মোঃ ফয়সাল মিয়া কেসাধারণ সম্পাদক করে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়।
ছাত্রলীগের নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিষয়ে মোঃ ফয়সাল বলেন, ‘প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপাকে। যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ভাই কে যিনি আমাকে ৭০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
মোঃ ফয়সাল মিয়া এই প্রতিবেদককে বলেন, বিগত সময়ে আমি ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের ডায়নামিক লিডার জয়নাল আবেদীন সৌরভ ভাইয়ের নেতৃত্বে ৭০ নং ওয়ার্ড ছাত্রলীগকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করে যাব।