কেরাণীগঞ্জে অবৈধ ১১টি প্রতিষ্ঠানকে অর্ধ কোটি টাকা জরিমানা
- আপলোড সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬২৯ বার পড়া হয়েছে
ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করায় এগারো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে অর্ধ কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
। আজ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান। তিনি বলেন, আজ সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৫০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এগুলো হলো সোমা এন্টারপ্রাইজকে ২ লক্ষ টাকা, শহিদ কেমিক্যাল কোংকে ৫০ হাজার টাকা, মদিনা ফাইবার গ্লাসকে ২ লক্ষ টাকা, নিউ বিসমিল্লাহ ফাইবার গ্লাসকে ৩ লক্ষ টাকা, সততা ফাইবার গ্লাসকে- ৩ লক্ষ টাকা, ই.এন.এস. এন্টারপ্রাইজকে ৫ লক্ষ টাকা মরিয়ম ক্যাবলসকে ৩ লক্ষ টাকা, দীন টিন ইন্ডাস্ট্রিজকে ১০ লক্ষ টাকা, আলফা বলপেন ইন্ডাস্ট্রিজকে নগদ- ৮ লক্ষ টাকা, রমজান প্লাস্টিককে ১০ লক্ষ টাকা ও ডায়সিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ৪লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।