নাদিরা মুক্তার ‘পানওয়ালী জোছনা’
- আপলোড সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার শাকিব খান এখানে খুব কম মানুষই দ্বিমত পোষণ করবেন। শাকিব খানের অসংখ্য ভক্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। তেমনি শাকিব খানের অন্যতম একজন ভক্ত সংগীত শিল্পী নাদিরা মুক্তা। গতকাল মুক্তি পেয়েছে তার গান ‘পানওয়ালী জোছনা’। মিউজিক ভিডিওটি পরিচালনা ও গানের কথা লিখেছেন শামীম আহসান। গানটিতে সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ এবং সুর করেছেন এফ এ প্রীতম। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন সিয়াম মৃধা,মাহতাবিন মম,মুকুল জামিল সহ আরও অসংখ্য নৃত্যশিল্পী। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফার হিসেবে ছিলেন হাবিবুর রহমান।
গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে।পুরো মিউজিক ভিডিওতে শাকিব খানের বিভিন্ন ছবি উপস্থাপন করা হয়েছে।
মিউজিক ভিডিওটি সংগীত শিল্পী নাদিরা মুক্তা বলেন, আমি শাকিব খান এর ভক্ত। তিনি যেভাবে ইন্ড্রাস্টিটাকে এতো বছর ধরে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টি অনেক ভালো লাগে আমার। তাই আমি ভেবেছি আমার প্রিয় নায়ককে নিয়ে একটা গান করি। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। অনেক ভালো একটা কাজ হয়েছে। দর্শকরা দেখলেই পছন্দ করবে।
মিউজিক ভিডিওর পরিচালক শামীম আহসান বলেন,এই মিউজিক ভিডিওটির শুটিং করতে গিয়ে কয়েকজন নৃত্যশিল্পী অসুস্থ হয়ে গিয়েছিল। অনেক গরম ছিলো সেদিন তবুও আমরা সেরাটা দিয়ে কাজটি করেছি। শাকিব খান আমার সেই ছোটবেলা থেকেই প্রিয় নায়ক তাকে নিয়ে মিউজিক ভিডিওতে কাজ করতে পারাটা সত্যিই পরম পাওয়ার দর্শকরা গ্রহণ করবে গানটি।
উল্লেখ্য গানটি গতকাল নাদিরা মুক্তার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পায়। এই মিউজিক ভিডিওর সকল কলাকুশলীরা এ গানটি সাফল্য কামনা করেন।