পুলিশ ইন্সপেক্টরদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আর কতো বঞ্চিত হবো!
- আপলোড সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৫০ বার পড়া হয়েছে
আর কত বঞ্চিত হবো!
যার যা প্রয়োজন সবই চেয়ে নিচ্ছে
পুলিশ ইন্সপেক্টররা চেয়ে চেয়ে দেখছে
টানা তিনমেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়
ইন্সপেক্টরদের পদমর্যাদার উন্নয়ন নাই!
ইন্সপেক্টরদের হাল ধরার মতো কেউ নাই
সবাই টিস্যুর মতোই আমাদেরকে চায়
যতদিন চাইতে শিখবো না ন্যায্য অধিকার
ততদিন কেউ কি সেধে সেধে দিয়ে যাবে ?
সবই শুধু ওপরে চায়
নিচের লেভেলে নাই
এভাবেই দিন যায়
আমাদের সময় ফুরায়।
কেউ পাবে ৭/৮ প্রমোশন
কেউ পাবে শুধুই একটি
আবার কেউবা ৪/৫ টি
শুধু ইন্সপেক্টররাই একটি!
এতো এতো বঞ্চনা অবহেলা
ব্রিটিশ আমলেও পুলিশে ছিলো না
স্বাধীনতার আগে পরেও
পদোন্নতির দ্বার বন্ধ হয়নি কখনো।
বঙ্গবন্ধুর সোনার বাংলায়
শুধু পুলিশ ইন্সপেক্টররাই বড্ড অসহায়।
বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা
ঘোষণা করেছিলেন ফাস্ট ক্লাস অফিসার
আজ থেকে এক যুগেরও আগে
অথচ আজও মর্যাদা সম্মান নীতিমালা
কাদের অবহেলায় পেলাম না!
প্রধানমন্ত্রী আপনার নিকট
আমাদের বিনীত প্রার্থনা
আর নয় অবহেলা, আর নয় বঞ্চনা
প্রকৃত প্রথম শ্রেণির সম্মানটুকুই দিন।
আপনার ঘোষণার এতদিন পরেও
সম্মান মর্যাদা পদোন্নতি নীতিমালা
আর র্যাংকব্যাজ সমন্বয় হলোনা।
এর পিছনে কার এত দুঃসাহস
খুঁজে বের করতে হবে
ইন্সপেক্টরদের পদোন্নতি বঞ্চিত করে
দুষ্ট চক্র কিসের খায়েশ মেটায় তবে!
৯ম গ্রেড থেকে সবাই
পদোন্নতি পায় ৬ষ্ঠ গ্রেডে
ব্যতিক্রম কেবল পুলিশ ইন্সপেক্টরে
তারা ৯ম গ্রেড থেকে
আবারও এএসপি ৯ম গ্রেডে!
আমরা লজ্জিত আমরা অবহেলিত
এর থেকে পরিত্রান পেতে
আমরা চায় কেবল
মাননীয় প্রধানমন্ত্রী
আপনার সুদৃঢ় হস্তগত।
মাঠ পর্যায়ে আমরাই গুলিবিদ্ধ হয়
আমরাই সবার আগে জীবন দেয়
করোনা এবং জঙ্গি দমনসহ
দেশবিরোধী অপতৎপরতা রোধে
অগ্নিসন্ত্রাস শক্ত হাতে দমনে
রোদ বৃষ্টিতে যানজট নিরসনে
অর্থনীতির চাকা আর গাড়ির চাকা সচলে
ইন্সপেক্টররাই সব সময় এগিয়ে আসে।
বঙ্গবন্ধুর ডাকে সবার আগে
আমরাই ঝাপিয়ে পড়ি সম্মুখ যুদ্ধে
বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা
আপনার জন্য ও জীবন দিতে কুন্ঠাবোধ করবো না।