ছিনতাইয়ের অভিযোগে, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বাতিল
- আপলোড সময় : ১০:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫৩ বার পড়া হয়েছে
সোনারগাঁয়ে ছিনতাইয়ের মামলায় আসামি ও বিভিন্ন গণমাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় সোনারগাঁও ছাত্রলীগ কমিটি বাতিল ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে সোনারগাঁও পৌরসভা কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হাসান খাঁন সাজু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, সোনারগাঁও পৌরসভা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযুক্তদের আমরা গতকাল রাতে (২৪ সেপ্টেম্বর) আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই মহিবুল্লাহ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। আমরা গতকাল রাত সাড়ে ১২ টায় সোনারগাঁ পৌরসভা এলাকা থেকে তাদের আটক করেছি।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও জানা যায়, নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। তবে এসব প্রতিশ্রুতি পূরণ করতে না পারলেও বিতর্কিত কর্মকাণ্ডে পত্রিকার শিরোনাম হয়েছে বছরজুড়ে। এই কমিটির নেতা–কর্মীরা গত সাড়ে তিন বছরে সংঘর্ষে জড়িয়েছে অন্তত ১৭০ বার।
অবশেষে গত রবিবার (২৪ শে সেপ্টেম্বর) সোনারগাঁ থানা পুলিশের গ্রেফতার হওয়ায় নিশ্চিতভাবে সোনারগা বাংলাদেশ আওয়ামী লীগের পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা সিদ্ধান্ত হয়।