সোনারগাঁয়ে মুরগির খামারে দুর্ধর্ষ চুরি, মালামাল সহ সিএনজি আটক
- আপলোড সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মুরগির খামারে লক্ষাধিক টাকার মুরগির খাবার চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর কাছে মালামাল সহ চুরির ব্যবহৃত সিএনজি আটক।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ২৬ তারিখ দিবাগত রাত্রে সোনারগাঁও উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের হামসাদি গ্রামের হাজ্বী আব্দুল কাদির মোল্লার ছোট ছেলে আজিজুল মিয়ার মালিকানাধীন মুরগির খামার হতে প্রায় লক্ষ টাকার মুরগির খাবার চুরি করে পালানোর সময় পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে চক্রটি মালামাল সহ সিএনজি রেখে পালিয়ে যায়।
এসময় চোরের এক সদস্যকে পালানোর সময় গ্রাম বাশী সি এন জি সহ হাতে নাতে ধরলে তার স্বীকারোক্তিতে সকলের নাম জানা যায়।
আটককৃত চোরের কাছ থেকে জড়িত নাম জানা যায়, তাদের মধ্যে ছিলো হামসাদি ইসলামপুর এলাকার হযরত আলীর ছেলে রকি (২২), ফতেপুর বাড়িগন্ধব এলাকার মাদক ব্যবসায়ী ও ফর্মা ফারুকের ছেলে সবুজ (২১) ও হামসাদী ধনপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে একাধিকবার মামলার আসামি সানি (২৫)।
এ বিষয়ে বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার সাংবাদিকদের জানান এই গ্রুপটা শুধু হাম সাদি নয়, পানাম, রাইজদা, শোলপাড়া সহ আশপাশের গ্রামগুলোতে বহুবার তাদের চুরি অবস্থায় ধরে বিচার সালিশি হয়েছেন, তাছাড়া তারা গ্রাম ছাড়া ছিলেন দীর্ঘদিন, পুনরায় গ্রামে এসে আবার তারা পূর্বের ন্যায় চুরির ছেচ্রামি শুরু করেছেন। তারা বহুবার জেলও খেটেছেন।
এ বিষয়ে আমরা তাদের গার্জিয়ানদের নিয়ে পুরো ইউনিয়ন পরিষদে বসে এটার বিচার করবো আশ্বস্ত করছি আপনাদের।
তাছাড়া খামারের মালিক মোঃ আজিজুল মিয়া জানান এর আগেও প্রায় চার-পাঁচবার তার খামার থেকে মুরগি সহ মুরগির খাবার চুরি হয়েছে, তারা ছাড়া আর কেউ করেনি আমি এর সূক্ষ্ম বিচার চাই।