শিরোনাম :
এ এন ফরহাদের সুর ও সংগীতে ‘পান সুপারি’
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ১২:২৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৭৩ বার পড়া হয়েছে
প্রকাশ পেল কণ্ঠশিল্পী তোশিবার চমৎকার গানের মিউজিক ভিডিও “পান সুপারি”। গানটি লিখেছেন সালাহ উদ্দিন সাগর ও সুর,সংগীত করেছেন এ এন ফরহাদ। গানটি ওয়াজেদ মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন আলিফ চৌধুরী ,নাফিসা নুসরাত প্রণোমী ও সাব্বির আহমেদ সিনরা।
প্রকাশের পর থেকে গানটি টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। গানটিতে চমৎকার কোরিওগ্রাফি করেছেন বেলাল।মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন নাজমুল ইভান।
এ এন ফরহাদ বলেন, চেষ্টা করেছি গানটির সুর এবং সংগীত করার । আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে । এছাড়া ইতিমধ্যে আমি মুভির গান ও নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি।