সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
- আপলোড সময় : ০৭:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৯২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাফিন আহমেদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায়
সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্ত¡র টি টাওয়ারের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত ওই শিশু সাফিন কুমিল্লা জেলার মেঘনা থানার চর বামনচর এলাকার
শাহজালালের ছেলে। তার বাবা শাহজালাল সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া। শিশুটি তার বড় ভাইয়ের সাথে বাসা থেকে বের হয়ে মোবাইল দেখতে দেখতে বাবার চায়ের দোকানে যাচ্ছিল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শিশুটি রাত সাড়ে ৯ টায় দোয়েল চত্বর মোড়ের টি টাওয়ারের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ফোন করলে আমাদের থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গাড়ি চালক এবং গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।