‘বড্ড ভালোবাসি’ এখন ইউটিউবে
- আপলোড সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৯৫৯ বার পড়া হয়েছে
গত বছর ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় এস রোজ ফিল্ম প্রযোজিত জুয়েল ফারসি পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ সিনেমা। যদিও সিনেমাটি ভালো একটি শুভক্ষণে মুক্তি পেয়েছিলো তবে এই ছবিটি আলোর মুখ দেখেনি কেননা যখন সিনেমাটি মুক্তি পায় তখন মাত্র ৩/৪ টি সিনেমা হল পেয়েছিলো। তারমধ্যে একটি যমুনা ফিউচার পার্ক (ব্লকবাস্টার) ।
বাকীগুলো ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে মুক্তি পায়। তারপরে এই ছবির প্রযোজক বিভিন্ন গণমাধ্যমের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি যেভাবেই হোক আমার এই ‘বড্ড ভালোবাসি’ ছবিটি ১০০ সিনেমা হলে চালাবো। কিন্তু সিনেমার পাড়ার কিছু মানুষের পলিটিক্সের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তাইতো পরবর্তীতে কোন হলে মুক্তি দিতে পারেনি।
তারপর চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর সর্বশেষ ‘Sultana Rose Film’ ইউটিউব চ্যানেলে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন এই ছবির প্রযোজক নিজেই।
সুলতানা রোজ (নিপা) তিনি এ ছবিতে প্রযোজকের পাশাপাশি চিত্রনায়িকা হিসাবে অভিনয় করেন।
এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক অমিতাভ ভট্টাচার্য, (কলকাতা) শান্ত খান, (বাংলাদেশ) চিত্রনায়িকা সুলতানা রোজ নিপা, সুব্রত, নানা শাহ্, বিশ্বজিৎ চক্রবর্তীসহ আরো অনেকে।