শিরোনাম :
মেঘনায় তলা ফেটে ডুবল কয়লাবাহী জাহাজ
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
- আপলোড সময় : ১০:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৫৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। ওই সময় ডুবে যাওয়া জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জনকে অন্য একটি জাহাজের সহায়তায় উদ্ধার করা হয়।
সোমবার ( ২ অক্টোবর ) সকাল ১০টার দিকে মেঘনা নদীর রামগতি চর গজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভীর চর এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যার দিকে রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌপুলিশ ও স্থানীয়দরে সাথে কথা বলে জানা যায়, কয়লাবাহী জাহাজাটি চট্রগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।