আড়াইহাজারে আ.লীগ নেতা দেলোয়ারকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- আপলোড সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বুধবার সকালে বালিয়াপাড়া বাজারে মানববন্ধন কেরেছে এলাকাবাসী। তারা এ হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করা সহ দৃষ্টান্ত মূলক শাস্তি ও এলাকা থেকে অবিলম্বে মাদক নির্মূল করার দাবী জানান। গত সোমবার বালিয়াপাড়া বাজার থেকে বাড়ী যাওয়ার পথে দেলোয়ার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশংকাজনক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বালিয়াপাড়া এলাকায় মাদক প্রতিরোধে কাজ করার কারণে দেলোয়ার হামলার শিকার হয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী এক স্থানে জড়ো হলে সেখানে মাদক বিরোধী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুন নুর তুষার, আহত দেলোয়ারের ছোট ভাই জাকির হোসেন সহ আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মী ও বালিয়াপাড়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এদিকে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এভারকেয়ার হাসপাতলে চিকিসাধীন দেলোয়ার হোসেনের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন দেলোয়ারের ছোট ভাই জাকির