নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের প্রার্থীর জনসংযোগ
- আপলোড সময় : ০৮:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৫৪০ বার পড়া হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি প্রার্থীর জনসংযোগ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ৬ অক্টোবর ) নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি প্রার্থী হিসেবে ড. জামাল উদ্দিন, এফসিএ এর উপস্থিতিতে সেনবাগের ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর ও খানপুর গ্রামের ভোটার ও জনসাধারণের উপস্থিতিতে লালখান বাজারে সুমাইয়া ডেকোরেটরে সন্ধ্যা সাড়ে ৭টায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন , সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ( ভারপ্রাপ্ত) নুরের জামান চৌধুরী, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ, কে মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ৬নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ সুমন প্রমুখ।
উঠোন বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পূর্ব লালপুর ও খানপুর গ্রামের প্রবীণ, নবীন, ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।