সোনারগাঁয়ে ” জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” উদ্বোধনী অনুষ্ঠান
- আপলোড সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলতুর রহমান,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ নুর নবী জনি, সাংবাদিক হাবীবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাসহ শিক্ষার্থীগণ।
সভার শেষে সভাপতি ও অতিথিগণ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রণ টেবলেট খাবারের মাধ্যমে ০৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সপ্তাহে কার্যক্রম উদ্বোধন করেন।