ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাস ভাঙ্গচুরের অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
  • আপলোড সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৬৯৪ বার পড়া হয়েছে

এবার বাস ভাঙ্গচুরের অভিযোগ এনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

গত সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশের দায়ের করা মামলায় আসামি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, মো: মোস্তফা মেম্বার, মো: আলী, মোঃ মোক্তার হোসেন, মো: জসিম, মো: জহিরুল ইসলাম, মো: ইসমাইল হোসেন, মোঃ রাজা মিয়া, মো: জাকির হোসেন, মোঃ জয়নাল মিয়াসহ আরও ৩৮ জনের নাম উল্লেখ করা হয়।

এর মধ্যে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তির স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রুজু হয়েছে।

তবে বিষয়টি সাজানো দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, এই মামলা নিয়ে আমার বিরুদ্ধে ৪৯ টি মামলা হয়েছে। এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের থামিয়ে রাখতে পারবে না। রাজ পথে থেকে আন্দোলনের মাধ্যমে অবৈধ এই হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাস ভাঙ্গচুরের অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

আপলোড সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

এবার বাস ভাঙ্গচুরের অভিযোগ এনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

গত সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশের দায়ের করা মামলায় আসামি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, মো: মোস্তফা মেম্বার, মো: আলী, মোঃ মোক্তার হোসেন, মো: জসিম, মো: জহিরুল ইসলাম, মো: ইসমাইল হোসেন, মোঃ রাজা মিয়া, মো: জাকির হোসেন, মোঃ জয়নাল মিয়াসহ আরও ৩৮ জনের নাম উল্লেখ করা হয়।

এর মধ্যে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তির স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রুজু হয়েছে।

তবে বিষয়টি সাজানো দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, এই মামলা নিয়ে আমার বিরুদ্ধে ৪৯ টি মামলা হয়েছে। এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের থামিয়ে রাখতে পারবে না। রাজ পথে থেকে আন্দোলনের মাধ্যমে অবৈধ এই হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন