সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই মাছ ব্যবসায়ীর
- আপলোড সময় : ০৭:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৭০২ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩ জন।
গতকাল সোমবার (৯ অক্টোবর) রাতে মহাসড়কের পাশে কুয়েত প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।
নিহতরা হলেন, কুমিল্লার মেঘনার মৃত জগেশ চন্দ্র দাশের ছেলে চিন্তা চন্দ্র দাশ (৬০) এবং একই এলাকার জোতিষ চন্দ্র দাশের ছেলে
রামপ্রদ চন্দ্র দাশ (৪০)। তারা পেশায় দুজন’ই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশসূত্রে জানা যায়, মাছ কেনার উদ্দেশ্যে পিকআপযোগে কুমিল্লা থেকে ৫-৬ জন মাছ ব্যবসায়ী রাজধানীর যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় পিকআপটি সিদ্ধিরগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা এক কার্ভাডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মঙ্গলবার সকালে আরেক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
টিআই একেএম শরফুদ্দিন জানান,
এ ঘটনায় আহতরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। দুটি গাড়িই বর্তমানে জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাঁচপুর
হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।