নাসিক ২নং ওয়ার্ডে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপলোড সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৭টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীটি পালিত হয়।
নাসিক ২ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, থানা আওয়ামীলীগের সদস্য আমিন উদ্দিন, শামীম ওসমান সমর্থক গোষ্ঠী, নাসিক ২ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি আবু বকর সিদ্দিক আবুল, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, আব্দুল হাকিম শাহ, এনায়েত হোসেন, রহমত উল্লাহ, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো: রোকন মিয়া, সহ-সভাপতি মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল সরকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকলীগ নেতা আব্বাস, সবুজ ও শামীম, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল ইসলাম মিশাল, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত রাসেল, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসলাম মাহমুদ রুবেল, বাছেদ সরকার, সাঈদ হাসান মুন্নাসহ প্রমূখ।