ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচ শ্রমিক

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
  • আপলোড সময় : ১২:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৩৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রি-রোলিং নামক স্টিল মিলের গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) রাত প্রায় ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় ওই স্টিল মিলে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণ দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রফিকুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত প্রায় ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের সহকর্মীরা পাঁচজন দগ্ধ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর বিজয় র‍্যালি মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাস এর রূপগঞ্জ থানায় বিজয় রেলী অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় রূপগঞ্জের প্রতিটি ওয়ার্ডে বিজয় রেলি আয়োজিত করে জাসাস, এই রেলির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম সুমন রূপগঞ্জ থানা জাসাস এর সভাপতি এবং বিশেষ অতিথি হিসাবে বিজয় রেলি যার নেতৃত্বে এই বিজয় অনুষ্ঠান করেন জনাব মোহাম্মদ মিসির আলি মাতব্বর রূপগঞ্জ থানা জাসাস এর সাধারণ সম্পাদক ও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ সাত্তার চৌধুরী রূপগঞ্জ থানা সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন রুপগঞ্জ থানা সহ-সভাপতি এবং জাসাসের তারাবো পৌরসভার সভাপতি মোহাম্মদ রনি এবং সাধারণ সম্পাদক মাহফুজ ভূলতা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান ভুলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার মুন্সি চনপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মিয়া চনপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ চনপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ, কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ আলম মিয়া, কায়েতপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া রূপগঞ্জ ইউনিয়ন এর সভাপতি মোঃ জামান রূপগঞ্জ ইউনিয়নের সিনিয়র সভাপতি শাহাবুদ্দিন গোলাকান্দাইল ইউনিয়নের সভাপতি শাজাহান সাধারণ সম্পাদকমোঃ হারুন গোলাকান্দইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু ভোলাব ইউনিয়নের সভাপতি মোঃ রমজান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ও ভোলাব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ সহ জাসাসের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ রেলিতে অংশগ্রহণ করেছিলেন সাথে ছিলেন মিডিয়া কর্মী বৃন্দ।

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচ শ্রমিক

আপলোড সময় : ১২:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রি-রোলিং নামক স্টিল মিলের গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) রাত প্রায় ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় ওই স্টিল মিলে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণ দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রফিকুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত প্রায় ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের সহকর্মীরা পাঁচজন দগ্ধ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন