ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ৩৬ লক্ষ ডাকাতি: গ্রেফতার ২

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৬৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লক্ষ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে যাত্রাবাড়ীর শনি আখড়া ব্রীজ থেকে সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ডেমরার সুলতানা কামাল সেতুতে গত ৮ অক্টোবর বিকালে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ওই ডাকাতির ঘটনা ঘটায়। গ্রেফতারকৃতরা হলো— যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী—শনি আখরা এলাকায় বসবাসরত নরসিংদীর সদর থানার বাসাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফ হোসেন ওরফে কামাল (৩৭) ও কদতলী—শনি আখরা এলাকায় বসবাসরত পটুয়াখালীর গলাচিপা থানার উত্তর চর কাজল গ্রামের নুর ইসলাম মাতুব্বরের ছেলে মো. রাসেল মাতুব্বর (৩৮)। গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাই ও ডাকাতি করাই গ্রেফতারদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আইনি পক্রিয়ায় ডেমরা থেকে লুন্ঠিত টাকা উদ্ধার অন্যান্য ডাকাত দলের অন্যান্য সদস্য সম্পর্কে জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ৩৬ লক্ষ ডাকাতি: গ্রেফতার ২

আপলোড সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লক্ষ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে যাত্রাবাড়ীর শনি আখড়া ব্রীজ থেকে সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ডেমরার সুলতানা কামাল সেতুতে গত ৮ অক্টোবর বিকালে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ওই ডাকাতির ঘটনা ঘটায়। গ্রেফতারকৃতরা হলো— যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী—শনি আখরা এলাকায় বসবাসরত নরসিংদীর সদর থানার বাসাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফ হোসেন ওরফে কামাল (৩৭) ও কদতলী—শনি আখরা এলাকায় বসবাসরত পটুয়াখালীর গলাচিপা থানার উত্তর চর কাজল গ্রামের নুর ইসলাম মাতুব্বরের ছেলে মো. রাসেল মাতুব্বর (৩৮)। গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাই ও ডাকাতি করাই গ্রেফতারদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আইনি পক্রিয়ায় ডেমরা থেকে লুন্ঠিত টাকা উদ্ধার অন্যান্য ডাকাত দলের অন্যান্য সদস্য সম্পর্কে জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন