সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
- আপলোড সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ব্যাটারী চালিত অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ প্রায় নয় শত টাকা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি টহল দল চিটাগংরোড থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামিরা হলেন,সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে মো: জাফর (৪৫) ও আটি অবদা কলোনীর আব্দুল হামিদের ছেলে মো: কবির হোসেন (৩৫)।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য চাঁদাবাজ মফিজুর রহমান ফরিদ মুন্সী (৬২) পালিয়ে যান।
এজাহার সূত্রে জানা যায়, র্যাব-১১’র সদস্যরা গতকাল সোমবার রাতে জেলার ফতুলা থানাধীন সাইনবোর্ড এলাকায় টহল ডিউটি রত অবস্থায় ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কতিপয় দুষ্কৃতিকারী কিছু চাঁদাবাজ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ষ্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সত্যতা যাচাই করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাতেনাতে গ্রেপ্তার দুই চাঁদাবাজকে আটক করে র্যাব-১১’ সদস্যরা।
সূত্রে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক মফিজুর রহমান ফরিদ মুন্সির নেতৃত্বে অটো রিক্সার ষ্ট্যান্ড থেকে গাড়িচালকদের নিকট হতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে গাড়ির ধরন অনুযায়ী বিভিন্ন হারে চাঁদা আদায় করতো। গাড়ির চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারপিট সহ বিভিন্নভাবে হেনস্থা করতো বলে এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে মঙ্গলবার গ্রেফতার দুই চাঁদবাজকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতার কৃতদের থানায় হস্তান্তরের পর আমরা তাদের আদালতে পাঠিয়েছি।