ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের ৩টি পয়েন্টে ব্যাপক তল্লাশি
- আপলোড সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৭১৮ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) ভোর থেকে ঢাকার প্রবশপথ কেরানীগঞ্জের চীন মৈত্রী সেতু দক্ষিণ পান্তে হাসনাবাদ, বুড়িগঙ্গা ২য় সেতুর কদমতলী ও বসিলা সেতুর দক্ষিণ পান্তে ঘাটারচর এলকায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যাত্রীবাহী বাসের ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকার প্রবেশপথ পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, সদরঘাট, বসিলা ব্রিজসহ বেশকিছু পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা যাচ্ছে। একই সঙ্গে ঢাকা জেলা পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। দুই-তিনজনকে একসঙ্গে দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নেওয়া হচ্ছে থানাতে। জানা গেছে, প্রতিটি জোনের সব থানাকে ১০-১২ জন করে অফিসার ও কনস্টেবল নিয়ে আলাদা আলাদা ভাবে কয়েকটি টিম করে পাড়া-মহল্লায় তল্লাশি ও অভিযানের নামে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। অপরদিকে বিএনপির সমাবেশ ঠেকাতে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের তিনটি পয়েন্টে প্যান্ডেল তৈরি করছে সরকার দলীয় নেতাকর্মীরা।
রিহান নামে এক যাত্রী বলেন, আমার মা মিটফোর্ড হাসপাতালে ভর্তি। পুলিশ পথে পথে গাড়ি থামিয়ে শুধুই তল্লাশি করছে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।