নাশকতার চেষ্টা করলে বিএনপি জামায়াতকে ছাড় দেওয়া হবে না – সাদ্দাম
- আপলোড সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৫৯৪ বার পড়া হয়েছে
বিএনপির-জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীকে ঘিরে মহাসড়কে কোন অপ্রতিকর ঘটনা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে বলে হুশিয়ারি দেন আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিএনপি-জামায়াতের অবরোধ বিরোধী মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জামায়াত-বিএনপি বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে পূনরায় শিমরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়।
বক্তব্যে শ্রমিক লীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি- জামায়াত কোন প্রকার নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আমাদের মাননীয় এমপি একে এম শামীম ওসমানের দিক নির্দেশনায় যেকোন কর্মসূচি পালন করতে শ্রমিক লীগের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় মাঠে ছিলাম আছি এবং থাকবো। তিনি যখনই আমাদের নির্দেশ দিবেন আমরা তা পালন করবো।
এসময় উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী তাঁতী লীগের আহবায়ক মো: লিটন আহম্মেদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান আনিস, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ লীগের সদস্য মোঃ সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু, মোঃ শাহআলম, মো: মেহেদী হাসান বিপ্লব, মো: আকাশ বেপারি, মোঃ শাকিল প্রধান, নিলয় মোল্লা, তাঁতী লীগের সদস্য মো: সোহেলসহ শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।