‘পুলিশের রক্ত বৃথা যেতে দেবো না’ স্লোগানে অবরোধ বিরোধী মিছিল
- আপলোড সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৩৫৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াত- বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে দ্বিতীয় দিনে মিছিল করেছে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১ টার সময় নাসিক ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই মিছিলটি বের করা হয়।
এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জামায়াত-বিএনপি বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে পূনরায় ডাচ্ বাংলা মোড়ে এসে শেষ হয়।
মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনুর নির্দেশনায় সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, জামায়াত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।