ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর জুটি হয়ে আসছেন রাশেদ-অহনা

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

বৈশাখী টিভির সাপ্তাহিক নাটক ‘গরীবের বউ সবার ভাবী’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর আবার জুটি হলেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। মহিন খানের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আনিসুল হক বরুন, সেলজুক তারিক, রেশমা আহমেদ, প্রহর সরকার, আকলিমা লিজা, মুহিত তমাল, সিদ্দিক মাস্টার, ইশতিয়াক আহমেদসহ অনেকেই। প্রচার হবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০.০০টায়।

নাটক নিয়ে বলতে গিয়ে পরিচালক মহিন খান বলেন, নাটকের কাহিনী গড়ে উঠেছে সদ্য বিবাহিত এক সুন্দরী বউকে ঘিরে। গরীব গরীবুল্লাহর ঘরে সুন্দরী বউয়ের দিকে নজর পড়ে সমাজের নারী লোলুপ অনেকের। এ নিয়ে পেরে উঠেনা সে। বউকে পাহারা দেবে নাকি কাজ করবে? নানা যন্ত্রনায় দগ্ধ হতে থাকে সে। ভাবতে থাকে এ থেকে পরিত্রাণের উপায়। সুন্দরী বউকে নিয়ে নারী লোভী সবাই যখন মাতোয়ারা ঠিক তখনই এক রহস্য উদঘাটিত হয়। কি সেই রহস্য। নাটকে গরীবুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও সুন্দরী বউয়ের চরিত্রে অহনা রহমান। দুজনেই খুব ভালো অভিনয় করেছেন তা বলতে পারি নিঃসন্দেহে। পরিচালক আরো বললেন, নাটকটি দর্শকদের কাছে অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘদিন পর জুটি হয়ে আসছেন রাশেদ-অহনা

আপলোড সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

বৈশাখী টিভির সাপ্তাহিক নাটক ‘গরীবের বউ সবার ভাবী’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর আবার জুটি হলেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। মহিন খানের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আনিসুল হক বরুন, সেলজুক তারিক, রেশমা আহমেদ, প্রহর সরকার, আকলিমা লিজা, মুহিত তমাল, সিদ্দিক মাস্টার, ইশতিয়াক আহমেদসহ অনেকেই। প্রচার হবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০.০০টায়।

নাটক নিয়ে বলতে গিয়ে পরিচালক মহিন খান বলেন, নাটকের কাহিনী গড়ে উঠেছে সদ্য বিবাহিত এক সুন্দরী বউকে ঘিরে। গরীব গরীবুল্লাহর ঘরে সুন্দরী বউয়ের দিকে নজর পড়ে সমাজের নারী লোলুপ অনেকের। এ নিয়ে পেরে উঠেনা সে। বউকে পাহারা দেবে নাকি কাজ করবে? নানা যন্ত্রনায় দগ্ধ হতে থাকে সে। ভাবতে থাকে এ থেকে পরিত্রাণের উপায়। সুন্দরী বউকে নিয়ে নারী লোভী সবাই যখন মাতোয়ারা ঠিক তখনই এক রহস্য উদঘাটিত হয়। কি সেই রহস্য। নাটকে গরীবুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও সুন্দরী বউয়ের চরিত্রে অহনা রহমান। দুজনেই খুব ভালো অভিনয় করেছেন তা বলতে পারি নিঃসন্দেহে। পরিচালক আরো বললেন, নাটকটি দর্শকদের কাছে অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন