ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে আবারও বাসে আগুন

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)
  • আপলোড সময় : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ৬৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও পার্কিং করা নাফ পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুনের ঘটনা ঘটলে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে আবারও বাসে আগুন

আপলোড সময় : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও পার্কিং করা নাফ পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুনের ঘটনা ঘটলে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন