কুমিল্লায় দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে এমপি বাহারের মতবিনিময়
- আপলোড সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
গতকাল সোমবার ( ১৩ নবেম্বর) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমিতে অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়
সনাতন ধর্মাবলম্বীদের সকল মন্দির, পূজা মন্ডপ ও শশ্মানের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত, বিভিন্ন পেশাজীবি এবং কমিটির প্রতিনিধিগণ অংশ নেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যাম প্রসাদ ভট্টাচার্য, নগরীর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তিরন্জন ভৌমিক, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বাবু তপন বকশি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিতীশ সাহা, নারী নেত্রী পাপড়ি বসু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, সন্জু দাশ গুপ্তা, বিশিষ্ট ব্যাবসায়ী স্বপন সাহা, কান্তি রাহা,মহানগর যুবলীগের সদস্য বাবু সন্জয় রায় প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহানগর পূজা উদযাপন কমিটির নেতা বাবু শিবু প্রসাদ রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতা বাবু অচিন্ত্য কুমার টিটু।
সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, সত্য কথা বলার জন্য সৎ মানুষ হতে হয়। এমপি সৎ মানুষ যিনি সব সময়ই সত্য কথা বলেন। দুর্গাপূজার সময়ও তিনি সত্য কথাই বলেছেন। বাহার ভাই কুমিল্লায় আছেন বলেই হিন্দু সম্প্রদায় শান্তিতে আছে। চাঁদাবাজ মুক্ত আছে। আমরা হিন্দু সম্প্রদায় বাহার ভাইয়ের সাথে আছি।
হাজী বাহার এমপি বলেন, আমি আপনাদের লোক। সাম্প্রদায়িক বলতে কিছু বুঝি না। সবাইকে মানুষ মনে করি। পানি কাটলে যেমন দ্বিধা বিভক্ত করা যাবে না। তেমনি আপনাদের সাথে আমাদের দ্বিধা বিভক্ত করতে পারবে না।